হয়রত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ। :: Homes
প্রতিষ্ঠানের ইতিহাস

1999 সালে প্রতিষ্ঠিত হযরত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ‌্যালয় ও কলেজ। উত্তরবঙ্গে প্রতিষ্ঠিত উক্ত প্রতিষ্ঠানটি নারী শিক্ষায়  অগ্রণী ভূমিকা পালন করে আসছেন।

অধ্যক্ষের বাণী

Principal's Message হাফিজ রুহুল আমিন

উত্তর জনপদের নদী তট বাহিত হিমালয়ের রাজকন‌্যা ব্রক্ষপুত্র। তারই জমজ কন‌্যা তিস্তা ও ধরলা নদীর অববাহিকায় দেশের উত্তর পূর্বাংশে অবস্থিত কুড়িগ্রাম জেলা। এ জেলার অন‌্যতম একটি উপজেলা তার নাম অলিপুর বা উলিপুর। অত্র উপজেলায় নারী শিক্ষার বিপ্লব ঘটাতে ১৯৯৯ ঈসায়ী সনে প্রতিষ্ঠিত হয় “হযরত ফাতিমা (রাঃ) পৌর গার্লস স্কুল ও কলেজ”। যা অদ‌্যাবধি সুনামের সহিত পরিচালিত হয়ে আসছে। এ সন্ধিক্ষনে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ,শিক্ষকবৃন্দ ,শিক্ষানুরাগী সুধিমহল ও শিক্ষা মন্ত্রণালয় সহ শিক্ষা পরিবারের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ।

           ...read more

সভাপতির বাণী

Principal's Message আলহাজ্ব আব্দুল মজিদ হাড়ী

নদী-মাতৃক বাংলাদেশের পৃথিবী বিখ‌্যাত দ্বিতীয় আন্তর্জাতিক ব্রক্ষপুত্র নদ আমরা । এ নদের পশ্চিম তীরে অবস্থিত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা। পৌর সদরের উপশহর এলাকায় অবস্থিত “হযরত ফাতিমা (রাঃ) পৌর গার্লস স্কুল ও কলেজ”। নারী শিক্ষার উদ্ভাবনী চিন্তা থেকে 1999 ইং সনে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার শুভব্রত ‍নিয়ে বীরদর্পে শুরু হয় এগিয়ে চলা, অত্র প্রতিষ্ঠান। আজি এ শুভক্ষণে শিক্ষামন্ত্রণালয়ের অধীনস্থ সকল শিক্ষাদ‌্যোক্তাকে অভিনন্দন জানাচ্ছি। 

                                     ...read more