
সভাপতি

নয়ন কুমার সাহা
নদী-মাতৃক বাংলাদেশের পৃথিবী বিখ্যাত দ্বিতীয় আন্তর্জাতিক ব্রক্ষপুত্র নদ আমরা । এ নদের পশ্চিম তীরে অবস্থিত কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা। পৌর সদরের উপশহর এলাকায় অবস্থিত “হযরত ফাতিমা (রাঃ) পৌর গার্লস স্কুল ও কলেজ”। নারী শিক্ষার উদ্ভাবনী চিন্তা থেকে 1999 ইং সনে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার শুভব্রত নিয়ে বীরদর্পে শুরু হয় এগিয়ে চলা, অত্র প্রতিষ্ঠান। আজি এ শুভক্ষণে শিক্ষামন্ত্রণালয়ের অধীনস্থ সকল শিক্ষাদ্যোক্তাকে অভিনন্দন জানাচ্ছি। সভাপতি, হযরত ফাতিমা (রাঃ) পৌর গার্লস স্কুল ও কলেজ উলিপুর,কুড়িগ্রাম
Copyright © হয়রত ফাতিমা (রাঃ) পৌর বালিকা বিদ্যালয় ও কলেজ।
Design & Developed by : Atomsoft